Last Updated on 5 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি উল্লেখিত” এই পোষ্টে। আজকের পোস্টটি ২০২৩ সালের সকল এসএসসি পরীক্ষার্থীদের এবং তার পরিবারের সদস্যদের জন্য অত্যন্ত জরুরি।
সকল শিক্ষাবোর্ডে একই রুটিনে পরীক্ষা হবে। তাই সকল শিক্ষাবোর্ড এর এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf একটি ই। অর্থাৎ নিয়ম অনুজাই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি সকল বোর্ডের জন্য একই।
আজকের পোষ্টে আমরা ছক আকারে এবারের অর্থাৎ ২০২৩ সালের এসএসসি পরীক্ষার তারিখ, বিষয়, সময় জানবো। এবং একটি পিডিএফ লিংক দিয়ে দিবো। প্রয়োজন হলে PDF টি ডাউনলোড করে মোবাইলে রেখে দিতে পারেন।
কথা না বাড়িয়ে এক নজরে সকল শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf সহ দেখে নিন এখান থেকে এখন-ই।
এসএসসি পরীক্ষার সময়সূচি ২০২৩ নিয়ে বিশেষ বার্তা
প্রিয় শিক্ষার্থী এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ দেখা আগে এবারের অর্থাৎ ২০২৩ সালের এসএসসি পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নাও। এই নিয়মগুলি তোমাকে পরীক্ষার হলে তোমাকে অবশ্যই মানতে হবে।
অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
প্রথমে এমসিকিউ এর উত্তর করতে হবে বৃত্ত ভরাট করে। এরপর সৃজনশীল অংশ পরীক্ষা দিতে হবে।
খুব সতর্কতার সাথে খাতার উপরের পেজ এ তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি ভরাট এবং লিখিত দুই ভাবে লিখতে হবে।
আরও পড়ুনঃ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
পরীক্ষার হলে কোনও স্মার্ট ডিভাইস (মোবাইল, ইত্যাদি) নেওয়া যাবে না।
এছাড়াও বেশ কিছু নিয়ম মেনে তোমাকে পরীক্ষা দিতে হবে। আর এই সব নিমকানুন নিচে একটি ছবি থেকে এবং এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf এর নিচের অংশে দেখতে পাবে। সেখান থেকে অবশ্যই সকল নিয়ম কানুন দেখে নিবে।
মনে রাখবে এক মার্ক কম পেলেও তুমি পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য রেজাল্ট পাবে। কিন্তু পরীক্ষার নিয়ম ভঙ্গ কিংবা অসতর্কতা বশত রোল বা রেজিস্তৃশন ভুল করলে অনেক বড় সমস্যা হবে।
প্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৩ চলো সকল শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf এর সকল তথ্য নিচের চার্ট এবং pdf লিংক থেকে পরীক্ষার রুটিন এর pf দেখে নেই।
২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি দেখুন
পরীক্ষা | বিষয় | বিষয় কোড | বার ও তারিখ (২০২৩ সাল) |
১) | বাংলা ১ম পত্র | ১০১ | ৩০ এপ্রিল, রবিবার |
২) | বাংলা ২য় পত্র | ১০২ | ২ মে, মঙ্গলবার |
৩) | ইংরেজি ১ম পত্র | ১০৭ | ৩ মে, বুধবার |
৪) | ইংরেজি ২য় পত্র | ১০৮ | ৭ মে, রবিবার |
৫) | সাধারণ গণিত | ১০৯ | ৯ মে, মঙ্গলবার |
৬) | তথ্য প্রযুক্তি (ICT) | ১৫৪ | ১০ মে, বুধবার |
৭) | ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৈদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম | ১১১ ১১২ ১১৩ ১১৪ | ১১ মে, বৃহস্পতিবার |
৮) | পদার্থ বিজ্ঞান (সায়েন্স), বাংলাদেশের ইতিহাস ও বি.স (আর্টস), ফিন্যান্স ও ব্যাংকিং (কমার্স) | ১৩৬ ১৫৩ ১৫২ | ১৪ মে, রবিবার |
৯) | কৃষি শিক্ষা, গারস্থ বিজ্ঞান, সঙ্গিত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা | ১৩৪ ১৫১ ১৪৯ ১২১ ১২৩ ১২৪ ১৩৩ ১৪৮ | ১৫ মে, সোমবার |
১০) | রসায়ন (সায়েন্স), পৌরনীতি ও নাগরিকত, ব্যবসায় উদ্যোগ (কমার্স) | ১৩৭ ১৪০ ১৪৩ | ১৬ মে, মঙ্গলবার |
১১) | ভূগোল ও পরিবেশ | ১১০ | ১৭ মে, বুধবার |
১২) | জীববিজ্ঞান, অর্থনীতি | ১৩৮ ১৪১ | ১৮ মে, বৃহস্পতিবার |
১৩) | সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত | ১২৭ ১২৬ | ২১ মে, রবিবার |
১৪) | হিসাব বিজ্ঞান | ১৪৬ | ২২ মে, সোমবার |
১৫) | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | ১৫০ | ২৩ মে, মঙ্গলবার |
প্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৩ এর শিক্ষার্থী, তোমাদের সকল পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে। পরীক্ষা চলবে দুপুর ১ টা পর্যন্ত। পরীক্ষার নিয়ম অনুযায়ী পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
নিচের চার্ট থেকে এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf দেখে নিন। এবং এখানে ক্লিক করে pdf ফাইল নামিয়ে নিন।
সেই নিয়ম অনুযায়ী একজন এসএসসি পরীক্ষার্থী হিদেবে তোমাকে অবশ্যই সকাল ৯ঃ৩০ এর মধ্যে পরীক্ষার হোল বা কেন্দ্রে থাকতে হবে।
২০২৩ সালের SSC Exam এর সময় যা সাথে রাখতে হবে
প্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৩ এর সকল শিক্ষার্থী তোমাদের পরীক্ষার আগের দিন- ই তোমরা পরীক্ষার সকল জিনিস নেওয়ার জন্য ফাইল গুছিয়ে নিবে। ফাইলের মধ্যে যেসব জিনিস নিবে টা হচ্ছেঃ এডমিট কার্ড, রেজিস্ত্রিশন কার্ড, কালো কালির কলম, পেন্সিল, প্লাস্টিকের স্কেল, রাবার)। এই জিনিস ব্যতিত অন্য কিছু পরীক্ষার হলে এলাউ না। এমনকি ফাইল নিয়েও রুমের বাহিরে রাখতে হবে।
আরও পড়ুনঃ এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস
আশা করছি, এই পোস্ট থেকে তোমরা ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো।
এখন আমরা ২০২৩ সালের এসএসসি পরীক্ষা এবং পরীক্ষার সময় সূচি সম্পর্কিত অধিক জিজ্ঞেসিত প্রশ্ন উত্তর জেনে নিবো।
এই প্রশ্নগুলো সকল এসএসসি পরীক্ষার্থী -রা করে থাকেন। চলো, জেনে নেওয়া যাক ২০২৩ সালের এসএসসি পরীক্ষা সম্পর্কিত সব বিষয়ে।
এসএসসি পরীক্ষা ২০২৩ সম্পর্কিত প্রশ্ন উত্তর । FAQS
প্রশ্নঃ কোন সিলেবাসে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে?
= পুনর্বিন্যাস কৃত সিলেবাস থেকে ফুল মার্ক অর্থাৎ ১০০ মার্কের এসএসসি পরীক্ষা ২০২৩ এর প্রশ্ন করা হবে।
প্রশ্নঃ ২০২৩ সালের এসএসসি পরীক্ষা কত মার্কের নেওয়া হবে?
= ১০০ মার্কে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে। শুধু মাত্র বাংলা ও ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি ব্যতিত।
প্রশ্নঃ ২০২৩ সালের এসএসসি পরীক্ষা কবে হবে?
= চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। ৩০ এপ্রিল শুরু হয়ে মূল পরীক্ষা চলবে ২৩ মে ২০২৩ পর্যন্ত।
প্রশ্নঃ ২০২৩ সালের এসএসসি পরীক্ষা কত সময় নেওয়া হবে?
= সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষার্থীকে সকাল ৯ঃ৩০ এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
প্রশ্নঃ ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে?
= হ্যাঁ। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে সকল শিক্ষাবোর্ড। এই পোস্টটের উপরের অংশে দেওয়া চার্ট এবং PDF লিংক দেওয়া আছে সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন।
প্রশ্নঃ ২০২৩ সালের এসএসসি পরীক্ষা কবে হবে ?
= ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৩ থেকে শুরু হবে। ২৩ মে ২০২৩ পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা ২০২৩।
প্রশ্নঃ ২০২৩ সালের এসএসসি পরীক্ষার তারিখ কবে থেকে কবে?
= ৩০ এপ্রিল ২০২৩ থেকে ২৩ মে ২০২৩ পর্যন্ত এসএসসি পরীক্ষা ২০২৩ চলবে। প্রত্যেক পরীক্ষার আলাদা আলাদা তারিখ দেখতে পোস্টটির উপরের অংশে দেখুন।
এসএসসি পরীক্ষার সময়সূচি ২০২৩ সংক্রান্ত সর্বশেষ
প্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৩ এর শিক্ষার্থী, আজকের পোস্ট থেকে আমরা এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf সহ দেখলাম। আশা করছি, এই পোস্ট থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ছাড়াও এসএসসি পরীক্ষা ২০২৩ এর নিয়ম এবং অন্যান্য সকল বিষয়ে জেনেছি।
সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য Dainikkantha এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। নিশ্চয়ই ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।
প্রিয় শিক্ষার্থী, এসএসসি এবং পড়াশোনা সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের অন্যান্য পোস্ট পড়ার জন্য শিক্ষা ক্যাটাগরিতে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়ার জন্য ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।
1 thought on “এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf । ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি”